বুঝে দ্বীনের উল্টোটা
ভান্ডারীদের কান্ডারীদের বলছি এবার ঠান্ডা হ
নইলে কুকুর যেমন মুঘুর হাড়াবিরে প্রাণটাও।
বলছি এবার ঠিক হয়ে যা নইলে ঝাটার বাড়ি ফের
পঙ্গু হলে, পটল তুলে বুঝবি মজা কেমন ঢের।
অন্ধ-বধির পীরপূজারী বুঝে দ্বীনের উল্টো ঠিক
না বুঝে দ্বীন তর্ক করে মন চায় পাছায় মারতে কিক।
সুন্নতী বেশ ধারণ করে শির্কে মজে রাতও দিন
দিনে দিনে বাড়ছে দেনা শুধরে নেব সেসব ঋণ
নইলে কুকুর যেমন মুঘুর হাড়াবিরে প্রাণটাও।
বলছি এবার ঠিক হয়ে যা নইলে ঝাটার বাড়ি ফের
পঙ্গু হলে, পটল তুলে বুঝবি মজা কেমন ঢের।
অন্ধ-বধির পীরপূজারী বুঝে দ্বীনের উল্টো ঠিক
না বুঝে দ্বীন তর্ক করে মন চায় পাছায় মারতে কিক।
সুন্নতী বেশ ধারণ করে শির্কে মজে রাতও দিন
দিনে দিনে বাড়ছে দেনা শুধরে নেব সেসব ঋণ
০৭/১২/১৯ইং
