বিজয় দিবসে পুরুনো একটি ছড়া
বিজয়
ব্যবচ্ছেদ :আতিফ আবু বকর
আসছে বিজয় সেই যে কবে
যুদ্ধ শেষের জয়,
বিজয় এলেও পরাধীনতায়
প্রতি প্রহর ক্ষয়।
বিজয় আছে কাগজ ভরা
নেতার কথার বুলি,
যবর খবর লুটতরাজ আর
বোঝাই ঘুষের ঝুলি।
বিজয় হলো বুলেট বিদ্ধ
আমার ভাইয়ের লাশ,
বেইজ্জতের স্বীকার হওয়া
বোনের গলে ফাঁস।
বিজয় মানে নেতার তরে
কর্মী তাজা প্রাণ,
নেতার টাকা নেতার পাওয়ার
নেতা নেতা ঘ্রাণ।
হায়রে বিজয় নগ্নতা আজ
ভিনদেশী আগ্রাসন,
মিত্রমিত্র ভাব ধরে হায়।
যাচ্ছে করে শাসন।
