বিপ্লব পরবর্তি সংবিধান সংস্কারে আমার মতামত । সম্পর্ণ আর্টিকেল পড়ুনa> Buy Book!

শিবিরের ব্যক্তিগত রিপোর্ট নিয়ে কিছু কথা

Akter Molla

এক আপুর অভিযোগ তার ৬/৭ এ পড়া এক ভাই কে শিবিরের ভর্তি ফরম পূরণ করে নিয়েছে। তার নাকি সংগঠন রাজনীতি বুঝার জ্ঞান হয়নি।



সেই আপু সহ যারা শিবিরের সম্পর্কে জানেন না বা শিবির বিরোধী প্রচার প্রচারণায় বিগত দের যুগ যারা মজলুম এ সংগঠন সম্পর্কে নানান নেতিবাচক কথাবার্তা শুনে বিশ্বাস করে আসছেন তাদের জন্য :-

আলহামদুলিল্লাহ আমি সংগঠনের দাওয়াতে যুক্ত হই সম্ভবত ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়। তখন আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম হতো পাশের পাড়ার মসজিদে জুমার নামাজের পর প্রতি সপ্তাহে একদিন। আমি তেমন ভালো ছাত্র ছিলাম না।আমার দ্বায়িত্বশীল ভাই প্রায় প্রতিদিন খবর নিতো ১/২ বার সরাসরি দেখা করতে আসতো আমার রিপোর্ট রাখছি কি না।নামাজ গুলো জামাতে পড়ছি কি না অর্থ সহ আল-কোরআন পাঠ করেছি কি না।

রিপোর্টের কলাম গুলো লক্ষ করে দেখুন। আবারো বলছি কলামের বিষয় গুলো দেখুন ;



 প্রথমেই আল-কোরআন অধ্যয়ন :আয়াত বা সূরা অর্থ সহ প্রতিদিন কমপক্ষে ১ টি আয়াত অর্থ সহ ভোর বেলায় পড়ার জন্য তাগিদ দেওয়া হতো।

২য়  হাদিস অধ্যয়ন: কম পক্ষে ১ টি হাদিস অর্থ ও ব্যখ্যা সহ পড়তে হবে। 

৩য় ইসলামি সাহিত্য : ইসলামি সাহিত্য সংস্কৃতির ও ইতিহাসের জ্ঞান অর্জনের জন্য দৈনিক কমপক্ষে কয়েক পাতা নিয়মিত পড়তে হবে। 

৪র্থ পাঠ্যপুস্তক অধ্যয়ন: আমাদের একাডেমিক লেখাপড়ার জন্য দ্বায়িত্বশীলরা সবচেয়ে বেশি তাগিত দিতো কমপক্ষে যেন ৫/৬ ঘন্টা সময় নিয়ে পাঠ্যপুস্তক পড়ি।

৫ম নামাজ : আমরা মুসলিম হিসেবে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া ফরজ এই নামাজের জামাত গুলো যেনো কোন ক্রমেই মিস না করি সেজন্য খুব বেশি জবাবদিহিতা করা হতো প্রয়োজনে ফজরের সময় নিজে অথবা অন্য কোন ছাত্রদের মাধ্যমে ডেকে দিতো। 



এর পর যোগাযোগ নামে ২ টা কলাম আছে প্রথমটিতে সাংগঠনিক মানের ব্যক্তিদের সাথে সম্পর্ক মজবুত করবার জন্য নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা বলা আছে। আর ২য়টিতে বন্ধু, তারপর ক্লাসের মেধাবী শিক্ষার্থী,যাদের কে ইসলামি সাহিত্যের বই সরবরাহ করেছি তাদের সাথে এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের সাথে নিয়মিত নিয়ম করে যোগাযোগ রক্ষা করার কথা বলা আছে। যোগাযোগ কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন সেই গুরুত্ব বিবেচনা করেই সংগঠন এই রিপোর্টে কলাম রেখেছেন। 

এর পরের ২টি কলাম সাংগঠনিক কাজের জন্য সময় দান ও দাওয়াতি কাজের হিসাব রাখার জন্য দেওয়া হয়েছে।আপনি দিনে কতজনকে নামাজ রোজা ইসলামের ইবাদতের দাওয়াত দিয়েছেন, সংগঠনের দাওয়াতের কাজে কতক্ষণ সময় ব্যয় করেছেন সেই হিসাব এখানে আসবে।

এরপর পত্রিকা পাঠ শরীর চর্চা বা ব্যয়াম এর জন্য ২ টি কলাম ।এখানে আপনি নিয়মিত দেশ-বিদেশের আপডেট খবরাখবর রাখার জন্য পত্রিকা পাঠ করার জন্য এবং করলে সেই হিসাব রাখার জন্য কলাম দেওয়া আছে। আর আপনি ফজরের পর বা বিকেলে নিজের শরীরের পরিচর্যা করার জন্য শারীরিক ব্যয়াম করার জন্য অভ্যাস করতে শরীর চর্চা কলাম দেওয়া আছে। 

শেষ কলাম আত্মসমালোচনা :এটা অনেক গুরুত্বপূর্ণ কলাম আপনার সমস্ত দিনের প্রতিটি মুহুর্তের জন্য আপনি নিজে পর্যালোচনার মূল্যায়নের জন্য সময় দিবেন আপনার আজকের দিনটি আপনি কেমন কাটিয়েছেন কি কি খারাপ বা মন্দ কাজ করেছেন সেগুলো নিয়ে ভাববেন এবং পরবর্তী দিনে সেই একই ভুল কাজ যেনো আর না করেন সেই স্বীদ্ধান্তের জন্য এই কলাম। 

এখানেই শেষ নয় এতটুকু সময় যখন দিয়েছেন আরেকটু সময় নষ্ট করছি এবার মাসিক একনজরে রিপোর্টের অতিরিক্ত কিছু কাজ নিয়ে আলোচনা করি; যেখানে আছে মুহাররমা যোগাযোগ, অমুসলীম বন্ধুর সাথে যোগাযোগ, বন্ধু প্রতীম সংগঠনের সাথে যোগাযোগ, তথ্য প্রযুক্তির শিক্ষা, আরো অনেক কিছু যে গুলো একজন মুসলমান একজন দক্ষ নাগরিক একজন দেশপ্রেমিক রাজনৈতিক সচেতন মানুষের জানা দরকার। 



আচ্ছা এবার আপনার নিকট প্রশ্ন নিরপেক্ষ দৃষ্টিতে আপনার বিবেচনায় বলুন তো এখানে একটা ছাত্রের জন্য ক্ষতিকর কোন কাজ বা কলাম রেখেছেন সংগঠন যার জন্য এই মজলুম সংগঠন কে আপনি আরেক জনের কথা শুনে যাচাই না করে জঙ্গি, দেশ বিরোধী সহ নানান অপবাদ দিচ্ছেন?  এরকম অপপ্রচার অন্যায় অবিচার নয় কি? প্রশ্ন রেখে গেলাম।

إرسال تعليق

আপনার জন্য কিছু আর্টিকেল

    আপনার জন্য কিছু আর্টিকেল

      আপনার জন্য কিছু আর্টিকেল

        Cookie Consent
        We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
        Oops!
        It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
        AdBlock Detected!
        We have detected that you are using adblocking plugin in your browser.
        The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
        Site is Blocked
        Sorry! This site is not available in your country.
        আক্তারুজ্জামান মোল্লা আসসালামু আলাইকুম
        আমার ব্লগে স্বাগতম
        Type here...