গান লিখার ব্যর্থ চেষ্টা করেছিলাম কোন একদিন-
হে রহমান
রহমান এ হৃদয়ে আমার
তোমার নূরের দাওগো আলো
দূর করো কালিমা যত
দূর করো সব আধার কালো
অসার যত ভাবনা আছে
দাও মুছে দাও হৃদয় হতে
পাপী আমার গুনাহ মুছে
হৃদয়ে ভরো নূরের আলো
হেরার আলো হৃদয় মাঝে
দাও দিয়ে দাও হে রহমান
তোমার প্রেমে পাগল আমি
কবুল করো হে দয়াবান।
৯/১১/১৮ইং
