আগের মতো ভোট দেবে না
আক্তারুজ্জামান মোল্লা
-------------------
আক্তারুজ্জামান মোল্লা
-------------------
ভাঁদারা সব আদা খেয়ে
আধা-পাগল হয়ে,
দালালীতে ব্যস্ত এখন
নতুন প্রভু পেয়ে।
আধা-পাগল হয়ে,
দালালীতে ব্যস্ত এখন
নতুন প্রভু পেয়ে।
পতিতদের স্থান দখলে
চাঁদাবাজি করে,
হারাম টাকার পাহাড় গড়ে
নিজের পকেট ভরে।
ন্যায়ের সাথে পাল্লা দিতে
মিথ্যে কথা বলে,
অস্ত্র নিয়ে জনপথে
বুক ফুলিয়ে চলে।
অপপ্রচার, গীবত, নিন্দা
করছে ওরা নিত্য,
জনগণকে মনে করে
সবাই তাদের ভৃত্য।
দেশের মানুষ বুঝে গেছে
কে ভালো, কে মন্দ,
আগের মতো ভোট দেবে না
হয়ে এবার অন্ধ।
০৬/১২/২৫ইং
#কর্মস্থল

