অনুকাব্য -১
জবানের জড়তা দূর করো রব,
মধুরতা দাও কণ্ঠে আমার।
সাহস আর দৃঢ়তা দাও এ বুকে,
প্রজ্ঞা ও হিকমত দাও গো চলার।।
মধুরতা দাও কণ্ঠে আমার।
সাহস আর দৃঢ়তা দাও এ বুকে,
প্রজ্ঞা ও হিকমত দাও গো চলার।।
অনুকাব্য -২
নূরেরা নুর হাতে এসেছিল এদেশে
জাগরনী গান গেয়ে একা ফের কেঁদেছে
পাশে কেউ থাকেনি
কেউ কথা রাখেনি
বুঝেনিতো, হায়েনারা ফের ফাঁদ পেতেছে।
22/12/19
অনুকাব্য -৩
বিভেদের সুর শুনে হতবাক হই
ঐক্যের তাগিদ দিবে সেই দায়ী কই?
বড় বড় বক্তা-মাওলানা আজ
ভাঙ্গনেরই গান গায় হয় নাতো লাজ।
সেই দায়ী কই?
০২/১২/১৮ইং
অনুকাব্য -৪
খুলে দাও ওগো প্রভূ রহমের দ্বার
বিপদ আপদ যত কর তুমি পার।
দেহ-মনে সুস্থতা দান কর রব
জীবন মরণ প্রভূ তব হাতে সব।
২২/১১/১৯
অনুকাব্য -৫
সুস্থতা তোমার এক বড় নেয়ামত
অসুস্থতাই যেন মোর কেয়ামত।
সুস্থতা দাও রব মাফ করো মোরে
আমাকে বাধো তুমি রহমের ডোরে।
৬/১১/১৯ইং
অনুকাব্য -৬
দুঃখের পাহাড় হবে একেকটা ভুল
যৌবন-মৌবনে ভীমরুল ফোঁটায় হুল
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ সুমধূর দিন
ভেবে ভেবে মনটা করে চিন চিন।
১/১১/১৯ইং
অনুকাব্য -৭
২৩/১০/১৯ইং
অনুকাব্য -৮
কবিতার সাথে বাঁচি
কবিতার সাথে করি ঘর
শত আপন ছেড়ে গেলেও
কবিতা মোরে করেনা পর।
২২২/১০/১৯ইং
অনুকাব্য -9
সত্য কথা বলার আগে হাজার বার ভাবতে হয়
মনে শুধু থাকে আমার আবরার ফাহাদ হবার ভয়।
ফাহাদ ছিলো দেশ প্রেমিক দেশের স্বার্থে বলল কথা
তাতেই আতে ঘা লেগেছে দাদার দেশের দোসর যারা
৭/১০/১৯ইং
অনুকাব্য -১৯
অন্যায় দেখে যদি থাক তুমি চুপ
তবে তুমি সুপুরুষ শিক্ষিত জন
তবে আর কথা বলা কি প্রয়োজন
পাবে তুমি ছোট বড় সবারই মন
২১/১০/১৯ইং

