আসসালামু আলাইকুম,
বর্তমান সমাজে গানবাজনা, অবৈধ প্রেম, পরকীয়া ও মাদক সেবন একেবারে স্বাভাবিক ব্যাপার হিসেবে মনে করা হয়। এ ব্যপারে রাসূল সঃ এর একটা হাদিস হলো:-
عَنْ أَبِيْ مَالِكِ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِيْ أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ.
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
অর্থাৎ নবী করিম সঃ বলেছেন এমন একটা সময় আসবে বর্তমানে যে সমাজ বিরাজমান। এই সমাজে অনৈতিক কাজে বাঁধা প্রদান করা মানে নিজের বিপদ ডেকে আনা।
কিন্তু আল্লাহ তায়া’লার পক্ষ্য থেকে আমাদের উপর দ্বায়িত্ব আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার তথা সৎ কাজের সহযোগিতা ও অসৎ ও অনৈতিক ও খারাপ কাজে বাঁধা প্রদান। এটা সকল ঈমানদারদের জন্য ফরজ। নামাজের মতো,রাোজা-হজ্ব যাকাতের মতো ফরজ।
এসব গানবাজনা, নেশা ও অনৈতিক কাজের ক্ষতির বিষয়ে হাদিসে এসেছে :-
عَنْ اَنَسٍ قَالَ قَالَ رَسُوْلُ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَيَكُوْنَنَّ فِى هذِه الْاُمّةِ خَسْفٌ وقَذْفٌ وَمَسْخٌ وذلِكَ اِذَا شَرِبُوْا الْخُمُوْرَ واتَّخَذُوْا القَيْنَاتِ وَضَرَبُوْا بِالْمَعَازِفِ.
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে-
(১) বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে
(২) উপর থেকে অথবা কোন জাতির পক্ষ থেকে যুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে
(৩) অনেকের পাপের দরুণ আকার-আকৃতি বিকৃত করা হবে।
আর এ গজবের মূল কারণ তিনটি।
(ক) মদ পান করা
(খ) নায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হওয়া
(গ) বাদ্য যন্ত্রের প্রতি আগ্রহী হওয়া।
তাই সমাজের সচেতন সকলের প্রতি আকূল আবেদন এসব অনৈতিক অনৈসলামিক কার্যকলাপ থেকে সমাজের কিশোর -যুবকদের রক্ষা করুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচান মাআসসালাম
