মাছে ভাতে বাঙ্গালী
কাচা লঙ্কায় ঝাঁজ বেড়েছে
দাম বেড়েছে চালের
দাম বেড়েছে আলু পটল
সাথে মসুর ডালের।
দাম বেড়েছে মসলা পাতি
দারুচিনি ও লং
সবুজ শাক ও সবজির যেনো
হাড়িয়ে গেছে রং।
দেশি পেয়াজ যায়না ধরা
পাইনা নাগাল দামে
বলে কয়ে বিদেশি নেই
দু'চার টাকা কমে।
মাছে ভাতে বাঙ্গালী আজ
অনাহারে মরে
মাছ ও মাংস দূরের কথা
ভাত থাকেনা ঘরে।
বি.দ্র: এটা মাদার অফ মাফিয়ার আমলে লেখা