অতি লোভে তাতি নষ্ট
অতি লোভে তাতি নষ্ট
খ্যাতি নষ্ট ভাই
আমানতের খেয়ানতে
সম্পর্ক হয় ছাই।
খ্যাতি নষ্ট ভাই
আমানতের খেয়ানতে
সম্পর্ক হয় ছাই।
মিথ্যে কথায় আমল নষ্ট
পরকালও তাই
গীবত করে মৃত ভাইয়ের
গোস্তো কেউবা খায়।
পরচর্চা পরনিন্দা
মন্দ স্বভাব তাই
পরনিন্দাকারীর কোন
ব্যক্তিত্ব যে নাই।
অসৎ পথের হাজার টাকায়
শান্তি হয়না ভাই
হালাল পথের অল্প টাকায়
মনে শান্তি পাই।