জীবন কি অদ্ভুত ছোটবেলা ইচ্ছে ছিলো দেশ প্রেমিক আর্মি হবো এরপর যখন একটু বড় হলাম কিশোরকন্ঠ সহ বিভিন্ন সাহিত্যের বই পত্র পড়তে পড়তে এক সময় ইচ্ছে জাগে ফররুখ, নজরুলের মতো সাম্য-ন্যায়ের কবিতা লিখব কবি হবো।
আরেকটুনযখন বড় হলাম লেখাপড়া শেষের পথে তখন ইচ্ছে হলো সামাজিক উন্নয়ন ও মানুষের সেবা করবো। কিন্তু হয় আফসোস সাধ্য আর ক্ষমতা নেই বলে ইচ্ছে মতো ঐটাও পারিনি।
লেখাপড়া করেছি হিসাব বিজ্ঞান নিয়ে চাকরি ও সেই পেশাতেই আপাতত কিন্তু মনে চায় অন্য কিছু। জানিনা কপাালে ভবিষ্যতে কি আছে। সাংবাদিকতা পেশাটা আমার কাছে খুব রেসপেক্টের সাংবাদিকরা জাতির বিবেক বলা হয়। যদিও বর্তমান সাংবাদিকতা মানে দালালী আর ঘুষ খেয়ে উল্টো প্রতিবেদন প্রচার করা হচ্ছে। আমার ইচ্ছে গুলোর একটি হলো সাংবাদিক ও কলামিস্ট হয়ে সমাজ দেশের অসঙ্গতি গুলো নিয়ে সমাজ কে সচেতন করা কিন্তু তা পারছিনা।
সেই সাথে আমার ইচ্ছের মধ্যে আরেকটা ইচ্ছে হলো বই পড়া আন্দোলন ঘরে ঘরে পারিবারিক পাঠাগার তৈরি করা। আমি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি পারিনি তাই। ব্যক্তিগত ও পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত করেছি আমার দারুল হিকমাহ পারিবারিক পাঠাগার।
জীবন জীবিকার তাগিদে অতিরিক্ত সময় শ্রম দিয়ে অতিরিক্ত কিছু করার মতো সুযোগ আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যদের হয়ে উঠে না।
কিন্তু মনে অনেক আশা ও স্বপ্ন থেকে যায়।
আমার ফেসবুক থেকে: