হাসবে বাংলাদেশ।
মো:আক্তার মোল্লা
————–
স্বাধীনতার পূর্ণ স্বাদ পাবে কবে দেশ
তখন ঘুচবে আধার অমানিশার
হাসবে বাংলাদেশ।
তখন থাকবেনা হানাহানি খুনখারাপের লেশ
অবিচারীর বিচার হবে স্বস্থি পাবে দেশ
হাসবে বাংলাদেশ।
নতুন করে আর হবেনা নিসংশ ১৫ই আগষ্ট কিংবা
২৮শে অক্টোবর,বাজবে তখন শান্তির সূর
হাসবে বাংলাদেশ।
28/10/16