স্বাগতম নতুন বছর
*************************
মো আক্তার মোল্লা
-----------------------------------
জয় হক জয় হক
নতুনের জয়।
নতুনের আগমনে
কেটে যাক সব ভয়।
ছিল যত হতাশা
আর সংশয়।
নতুন দিনে যেন
দূরিভূত হয়।
ব্যার্থতার গ্লানি মুছে
নতুন স্বপ্ন বুনে।
আগামীর দিন হক
সম্ভাবনাময়।
ছিল যত শোক
আর হারানোর ব্যাথা।
মুছে গিয়ে নতুন দিন
হক বিজয়ের গাথা।
নতুন বছরে কামনা
সৃষ্টিকর্তার কাছে।
তোমার পথে যেন
বাকী জীবন কাটে।
৩১/১২/১৬ দুপুর ২টা ১৫ মিনিট