ভিন্ন আমি অন্য রকম
ভিন্ন ভাবে থাকতে চাই
এই সমাজের অসংগতি
কলম খোচায় আঁকতে চাই
ভিন্ন আমার ভাবনা গুলো
ভিন্ন ভাবেই ভাবতে চাই
ভিন্ন সকল ভাবনা গুলো
কলম খোচায় লিখতে চাই
এই আমি চালাই কলম
এই সমাজটার সংস্কারে
সুস্থ সমাজ,রাষ্ট্র,মানুষ তাই
দেখতে চায় মন বারে বারে
ভিন দেশীয় আগ্রাসনে
ধ্বংস হচ্ছে সোঁনার দেশ
সাম্য শান্তির এই সমাজের
মানবিকতার নেইতো লেশ
যখন থেকে বাংলাদেশে
ডিস চ্যানেলের হল প্রবেশ
তখন থেকেই বাংলাদের
পারিবারিক বন্ধন হল শেষ
জল নুপুর, টাপুরটুপুর
নষ্ট করছে মা বোনদের
আগ্রাসনে বাংলা আমার
স্বাধীন করতে হবে ফের।
মো আক্তারুজ্জামান মোল্লা
রিপোষ্ট(বর্ধিত ও সংশোধিত)