অন্য দেশের প্রদেশ
মোঃ আক্তারুজ্জামান মোল্লা
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
হীরক রাজার ধন নাকি শেষ
গুদাম চালের টন নাকি শেষ
দেশ চালাবে কিসে?
গুদাম চালের টন নাকি শেষ
দেশ চালাবে কিসে?
রাজা হেসে মন্ত্রীকে কয়
রাজার এসব আছে কি ভয়
দেশ-জনগন পিষে!
রাজার এসব আছে কি ভয়
দেশ-জনগন পিষে!
এইতো সেদিন বলল রাজা
থাকলে শাসক হীরক রাজা
দেশ আগাবে শেষে।
থাকলে শাসক হীরক রাজা
দেশ আগাবে শেষে।
তার পরে ঠিক দেখলো প্রজা
মরলে মানুষ দেশের রাজা
অট্ট হাসি হাসে।
মরলে মানুষ দেশের রাজা
অট্ট হাসি হাসে।
করের আওতা ঠিক বাড়িয়ে
বিবেকবোধের ঘুম পাড়িয়ে
চলছে চলুক স্বদেশ।
বিবেকবোধের ঘুম পাড়িয়ে
চলছে চলুক স্বদেশ।
নৈতিকতার কবর দিয়ে
দেশটি আমার হল এবার
অন্য দেশের প্রদেশ।
দেশটি আমার হল এবার
অন্য দেশের প্রদেশ।
একুশে বইমেলা ২০২০শে প্রকাশিত কাব্য সংকলন। তারুণ্যের কলমে লিখেছিলাম ছড়াটা এখনও প্রাসঙ্গিক।