সিরিয়াল
মো আক্তার মোল্লা
****************************
মায়ের জাতি ডুবেছে আজ সিরিয়ালের তলে
সন্তানেরা বড় হচ্ছে কু-শিক্ষার কবলে।
দিনের পর দিন চলে যায়,রাতের পর রাত
সিরিয়াল দেখতে বসলে অন্য সব বাদ।
কাজে কর্মে মন বসেনা সিরিয়ালই ভাবনা
স্বামী বেচারা বলতে কিছু:-তোমার ভাত আর না
বিয়ে করেই ভূল করেছি অশান্তির কুল ধরেছি।
সকাল বেলা খেতে বসলে নাস্তা
সিরিয়াল না ছারিলে পেটে ভাত যায় না।
একজনে বিয়ে করেও আরো করে পিরিত
সেই কাহিনী দেখে চোখের হারিয়ে যায় নিদ।
মা দেখে সেই কাহিনী মেয়েও সাথে বসে
পড়তে বসে মেয়েও তাই প্রেমের হিসেব কষে।
অশান্তিতে ঘর পুরছে,আরো পুরছে দেশ
ইভটিজিং আর ধর্ষন তাই বাড়ছেই অনিশেষ।
24/12/2016