ভাল লাগে
মো আক্তার মোল্লা
********************
ভাল লাগে ভোর বিহানে
মিষ্টি পাখির ডাক।
ভাল লাগে আকাশ মাঝে
সারি সারি বক।
ভাল লাগে বাশ ঝারে
শালিক পাখির ঝাক।
ভাল লাগে ছোট্র শিশুর
মিষ্টি মুখের হাসি।
ভাল লাগে কৃষক যখন
ঘোলায় ফসল তোলে।
ভাল লাগে আকাশ মাঝে
লক্ষ তারার ঝিলিক।
ভাল লাগে দূর আকাশে
বাঁকা চাঁদের হাসি।
ভাল লাগে আমার এদেশ
তাইতো ভালবাসি।
রাত ৯ টা ২৫/১২/১৬ ইং