স্রষ্টাকে ডাক
মো আক্তার মোল্লা
********************************--
মোয়াজ্জিনের মধুর সূর মিনারে বাজে
পাখ-পাখালী কিচির মিচির আল্লাহ মহান ডাকে
পৃথিবীর যত সব তরু লতা গাছ
ঘোষনা দিয়ে বলে আল্লাহ মহান।
আকাশের চাঁদ আর সৌর জগৎ
শ্রষ্টার নির্দেশে চলে অবিরত।
সূর্য্যটা প্রতিদিন বলে পৃথিবীকে
ডেকে লও এ বেলা মহান স্রষ্টাকে।
সমুদ্র জলরাশি পাহার ঝর্ণারাজি
স্রষ্টার গুণগান বলে যায় অবিরাম।
আমরা মানব কুল সর্বদা করি ভূল
দুনিয়ার মোহে পরে হয়োছি ব্যাকুল।
20/12/2016