সহানুভূতি
******************
মো আক্তার মোল্লা
----------------------------------------------
ঘন কোয়াশায় জানান দেয় শীতের আগমন,
কোটিপতির আরামের ঘুম,গরিবের হয় হারাম।
নিত্য নতুন শীতের পোষাক হরেক রকম বাহার,
অন্য দিকে গরীবের পেটে জুটেনা কোন আহার।
গরিবের তরে সহানুভূতিশীল সামান্য উপহার,
তার কাছে কোটি টাকা আর মূল্য সম পাহার।
তুমি যখন ঘূরে-ফির দামী কাপর পরে,
গরীব দুখি বস্রহীন রয় খালি কাপরে।
যখন সবাই ঘুমিয়ে পরে নিজ নিজ নিরে,
উদ্ভাস্তু রাত কাটায় তখন ফুটপাতের পরে।
শীত,গ্রীষ্ম, বর্ষা এমন ছয় ঋতু যায় চলে
কেউ নেই খবর নিয়ে মাথায় হাত বুলাবে।
সহানুভূতির একটু পরশ,একটু মুখের হাসি,
বিনিময় তার পাবে,যখন স্রষ্টা হবেন রাজি।
১৮/১২/১৬, রাত ১১টা,শয়ন কক্ষ