রোহিঙ্গা সমাচার
---------------------------------
মো আক্তার মোল্লা
****************************
আজ এ দুচোখ অশ্রুশিক্ত
মোরা যে নিরোপায়।
আরাকানে আজ অকাতরে মরে
আমারই জাতি ভাই।
সীমান্তের উপার চলে হাহাকার
আমি এপারে ঐ
নাফ নদী আজ লালে-লাল হল
অপলক চেয়ে রই।
আমারই মা-বোন মরছে সেথায়
হায়েনার অস্রাঘাতে।
আমি দিনাতিপাত করছি এথায়
বিলাসিতা আর দুধ-ভাতে।
অপারগ হয়ে চায় যখন তারা
আমার ঘরেতে ঠাই
পুস-বেক করে ফিরিয়ে বলি
এপারে জায়গা নাই।
ভাষনে বক্ত্রিতায় নিত্য বলি
তোমাদের ভয় নাই।
না খেয়ে মরে আমারই ঘরে
আমার রোহিঙ্গা ভাই।
ফলে-ফসলে পূর্ন স্বদেশ
কোন অভাব নাই।
না খেয়ে মরে আশ্রিতরাই
কোন ত্রান নাহি পায়।
16/12/2016
রাত ১১ টা ২০ মিনিট
শয়ন কক্ষ