কবি নই তবুও আমি
লিখি কবিতা
কবিতায় তুলে ধরি
সমাজ ছবিটা।
ছন্দের মিল নেই
মাত্রাও ভুল
যাই লিখি হয় না
কবিতার তুল।
ক লিখতে কলম
ভাঙ্গি বারোটা
তবুও কবি আমি
লিখি যা তা।
এও জানি এটাও
নয় কবিতা
তবুও লিখে ভরি
পাতার পাতা।।
আরো একটা কবিতার নামে হজবরল লেখলাম
আমার ব্লগের বিভিন্ন তথ্য সহজে পেতে ডান পাশে নিচে থাকা চ্যাটবট ব্যবহার করুন।
আর আল কোরআন ও তাফসীর স্টাডি করতে বামে আল কোরআন চ্যাটবট ব্যবহার করুন।
-->