লাইভ চ্যাটবট ইউজেট
আমার দারুল হিকমাহ পারিবারিক পাঠাগার এর নামে একটি পিডিএফ ইকমার্স ব্লগ সাইট পাবলিস্ট করেছিলাম যার কাজ এখনো চলমান। বেশ কয়েকমাস যাবৎ সাইট থেকে সহজেই তথ্য পাওয়ার জন্য ও আকর্ষনীয় কিছু করার জন্য চেষ্টা করছি।
সেই বিষয়টি বিবেচনায় নিয়ে একটি লাইভ চ্যাটবট ইউজেট বানানোর প্ল্যান করি। কিন্তু আমি তো ডেভেলাপার না । আবার আমার সাইটটিও সাব-ডোমেইনের ফ্রি ব্লগ । এরকম ব্লগে ডায়নামিক লাইভ চ্যাটবট বানানো অনেক কঠিন ও ঝামেলার । যার জন্য সার্ভার কিনতে হবে কাষ্টম কোডিং করা জানতে হবে। কোডিং বলতে সাধারণ কোডিং না কমপেলক্স কোডিং জ্ঞান লাগবে।
সে জন্য বটটি বানাতে গিয়ে অনেক ঝামেরায় পড়ি এবং মন মতো ফিচার যোগ করতে পারছি না।চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আগাতে থাকি। কিন্তু বারবার চেষ্টা করেও মন মতো করতে পারছি না ডায়নামিক ভাবে তথ্য পাওয়ার জন্য কোড লিখতে পারছি না।
ডায়নামিক করতে গেলে যা যা লাগার বিষয় আসে:-
1. সার্ভার ব্যবহার
2. জেসন ফাইল তৈরি করে সার্ভারে রাখা ।
3. সব পোষ্ট ও কন্টেন্ট গুলো সংগ্রহ করে জেসন ফর্মেটে সার্ভারে আপলোড করা।
4. সার্ভার সাইট বট ব্যবহার করা ।
এতো গুলো বিষয় মাথায় রেখে নেটে আরো ঘাটাঘাটি করে ক্লায়েন্ট সাইট বট বানানোর জন্য চেষ্টা চালাতে থাকি। অবশেষে আলহামদুলিল্লাহ সফল হয়েছি।যদিও আরো উন্নত ও আকর্ষনীয় করার ইচ্ছে ছিলো।
আমাদের লাইভ চ্যাটবটের সুবিধা:-
1. মোবাইল ও পিসিতে একই ভাবে কাজ করবে।
2. সাইটরে কন্টেন্ট গুলো থেকে প্রশ্নকারীর উত্তর সর্বরাহ করবে সাথে লিংক সহ দিবে।
3. যে কোন বই,লেখক,প্রকাশনী,অনুবাদক ও বইয়ের পোষ্টে থাকা যে কোন শব্দকে ডিটেক্ট করে রিজাল্ট দিবে।
আমাদের সাইটে আরো কিছু ফিচার যোগ করেছি।আপনি চাইলে আমাদের সাইটটি ভিজিট করে আসতে পারেন কোন পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন।