দীর্ঘ ১৬ বছরের দাম্ভিকতার শাসন ব্যবস্থা নিমিষেই চুরমার করে দিয়েছে বাংলাদেশের তরুণ সমাজ ও সমাধারণ জনতা। দুর্দন্ড প্রতাবে দেশকে নিজের কব্জায় নিয়ে শাসন করতেন তিনি ও তার দোসররা ।আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটা হয়তো তিনি িও তার দোসররা ভুলে গেছেন।
হাাজারো মানুষের আত্নচিৎকার-চাপাকান্না দেশের আকাশ বাসাত ভাড়ি হয়ে থাকতো। এই ১৫/১৬ বছরে হাজারো কষ্টের-দুখের গল্প জমা হাজারো মানুষ পরিবার ও নেতা কর্মীদের বুকে। সকলেরই আশা আকাঙ্খা ছিলো একদিন এই দুঃশাসনের অবসান হবে । এই বাংলা আবার মুক্ত হবে । সবাই তার ব্যক্তিগত, রাজনৈতিক ও দলিয় পরিচয় বুক ফুলিয়ে প্রকাশ করবে। কোন মানুষ আর বিনা অপরাধে নির্বিচারের শিকার হবে না । কোন মায়ের সন্তান আর পালিয়ে বনে জঙ্গলে থাকতে হবে না । কোন মা তার সন্তানের জন্য শঙ্কায় থাকবে না । কোন ভাই তার ভাইকে ক্রসফায়ারের ভয়ে লুকিয়ে রাখবে না ।
আমি স্বপ্ন দেখি এক সমৃদ্ধ বাংলাদেশের এক সাম্য-ন্যায় ও ইনসাফের বাংলাদেশের । যেখানে থাকবেনা কোন অনাচার অবিচার আর অন্যায়। দেশ চলবে আল্লাহ ও তার রাসূলের দেখানো নীতিতে। যেখানে বিধর্মীরা তাদের অধিকার নিয়ে কোন শঙ্কায় থাকবেনা । নির্ভিঘ্নে তারা তাদের ধর্মীয় উৎসব ালন করবে।তাদের উপাসনাল নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না।
মনে অনেক কথা অনেক আশা জমা হয়ে আছে সব বলতে পারছি না আল্লাহ দেশকে হেফাজত করুক। আমিন আমিন