ভেবেছিলাম অনেক আগেই
পাল্টে যাবো
আমি
পাল্টে দেবো
গ্রাম ও শহর
হয়ে যাবো দামী।
স্বপ্ন ছিলো
বড় হবো
মানুষ হবো তেমন
যাকে পেতে চায়
সকলে
হতে চায় তার
মতন।
পাল্টেছি তো
! ঠিকই আমি
পাল্টেছে এ
দেশ
পাল্টে যাওয়ার
স্বপ্ন আমার
হয়েছে নিরুদ্দেশ।
পাল্টে যাওয়ার
এ সুযোগে
বদলে গেছি আমি
নষ্ট ভ্রষ্ট
পথটা যে তাই
আমার কাছে দামী।
19/01/2018