ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন এটা পুরাতন বহ্মপূত্র নদীর মধ্য শীলমান্দী নতুন বাজার সংলগ্ন। অনেক দিন যাবত এই বিষয়ে লিখবো লিখবো করে লেখা হচ্ছে না। এরই মধ্যে সারাদেশে ডেঙ্গু রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে।ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন।নতুন বাজার সংলগ্ন ছোট ব্রীজটি দীর্ঘ দিন যাবত ধ্বসে পড়া অবস্থায় রয়েছে। যার ফলে নদীর নদীর পানি চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং একপাশে ময়লা আবর্জনা জমে মশা-মাছি ও ভিবিন্ন পোকামাকড় এর অভয়ারণ্যে পরিনত হয়েছে।
সেই সাথে নদী সংলগ্ন শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধীত তরল বর্জ্যের ফলে পানি দূষণ ও নীল রং ধারণ করেছে। যা থেকে বিশ্রী দূরগন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করছে।
নদীর দুপারের এলাকায় নদী দূষণের ফলে অনেকেই বিভিন্ন সময় ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় এলাকার জনপ্রতিনিধিরাও এ ব্যপারে নিরব ভূমিকা পালন করছে।আমার পোস্টের মাধ্যমে আমাদের নরসিংদী জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয়, পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি দ্রত এই নদীকে পরিস্কার এবং দূষণ মুক্ত করতে পদক্ষেপ নিবেন।
সেই সাথে পরিবেশবাদী সংগঠন,সাংবাদিক, সচেতন সমাজকে এই বিষয়ে সরব ভূমিকা রাখার আহবান করছি।
নিবেদনে-
আক্তারুজ্জামান মোল্লা