প্রজেক্টটিতে এবার আমরা ডেট বসিয়েছি যেটা প্রতি দিনের ডেট দেখাবে সেই সাথে আমরা এতে কারেন্ট টাইম বসিয়েছি যেখানে রানিং সময় দেখাতে থাকবে এছাড়া আরেকটা মজার বিষয় করেছি সেটা হলো নির্দিষ্ট সীটে গেলে ঐ সীটে কাজের জন্য যে ডাটা এন্ট্রি ফর্ম করা আছে তা অটোমেটিক সামনে চলে আসবে। আরো কিছু ডিজাইনের পরিবর্তন এনেছি। ইনশাআল্লাহ আরো আপডেট আনা হবে।
.