একদা "বখতিয়ারের ঘোড়া'য়" সওয়ার হয়ে এলো এক "মিথ্যাবাদী রাখাল" হাতে তার"সোনালী কাবিন" ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে বলতে লাগল "আমি দূরগামী" গাঁয়ের লোকেরা জানতে চাইল;রাখাল তোমার ঠিকানা কোথায়? রাখাল বলল "হৃদয়পুর" আরো বলল আমি এই "উপমহাদেশ" এর "লোক-লোকান্তর" এ "কাবিলের বোন" এর খোঁজে এসেছি।
হঠাৎ এক দিন সামনে পড়লো "একচক্ষু হরিণ" তার সাথে সখ্যতা হল। দিন যেতে থাকে একদিন আমি এক "উড়াল কাব্য" লিখে উড়িয়ে দেই চোখের পলকে এক "নিশিন্দা নারী" চিঠি খানা তুলে পড়ে আর বলতে লাগল তুমি "পুরুষ সুন্দর " আমি মেয়ে কে বলতে লাগলাম "কবি ও কোলাহল " তোমার পছন্দ? তৎক্ষনাত নারী বলতে লাগল হ্যা ; তার পর তার পর চলে গেলো বহুকাল।এক বিকেলে আমি তাকে "দোয়েল ও দয়িতার "গল্প বলতে লাগলাম। কি জানি কি ভেবে হঠাৎ সে উঠে দাড়ালো আর বলতে লাগল আমি চললাম। আমি নিশ্চুপ মনে ভাবলাম এ আমার "দ্বিতিয় ভাঙন" মেয়ে তুমি সত্যি "আগুনের মেয়ে"।