তুমি জান সব
মো আক্তারুজ্জামান মোল্লা
♣♣♣♣♣
প্রভূ তোমার উপর ভরসা
তুমি জান সব
আমার মনে লুপ্ত আশা
পূর্ণ কর রব।
তুমি আমার জীবন দাতা
মৃত্যু তোমার হাত
ইচ্ছে তোমার হলেই কেহ
পাবে যে নাজাত।
হে দয়াময় তোমার প্রতি
পূর্ণ তাওয়াক্কুল
পূর্ণ কর মনের আশা
মাফ করো সব ভুল।
দৃর ঈমান দাওগো আমায়
দেখাও সরল পথ
তোমার দিদার চাইগো আমি
এইতো মনোরথ।
২৪/০২/১৮ইং