সত্য কথা বলি
মোঃআক্তারুজ্জামান মোল্লা
♣♣♣♣♣♣♣♣♣
সত্য কথা বলতে হবে
সত্য কথা বলি
গড়ব জীবন সত্য পথে
নবীর পথে চলি।
গুরুজনের শাসন বাড়ন
সব সময়ে মানব
আমার সকল বন্ধু সুজন
আলোর পথে আনব।

আমি হবো সবার প্রিয়
ভালো একজন মানুষ
সমাজ মাঝে উড়াব আমি
ভালবাসার ফানুস।
সফল জীবন পেতে আমি
চলব নবীর পথে
সুখী সমাজ গড়ার জন্য
লড়ব একিসাথে।
১৮/০৩/১৮ সকাল ১১ টা ২৫
♣♣♣♣♣♣♣♣♣
সত্য কথা বলতে হবে
সত্য কথা বলি
গড়ব জীবন সত্য পথে
নবীর পথে চলি।
গুরুজনের শাসন বাড়ন
সব সময়ে মানব
আমার সকল বন্ধু সুজন
আলোর পথে আনব।

আমি হবো সবার প্রিয়
ভালো একজন মানুষ
সমাজ মাঝে উড়াব আমি
ভালবাসার ফানুস।
সফল জীবন পেতে আমি
চলব নবীর পথে
সুখী সমাজ গড়ার জন্য
লড়ব একিসাথে।
১৮/০৩/১৮ সকাল ১১ টা ২৫