কনকনে শীত
মোঃ আক্তারুজ্জামান মোল্লা
################
কনকনে শীত, দক্ষিণ হাওয়া
বইছে দেখো ঐ,
থরথরো ঠান্ডায় কাঁপছে শরীর—
কাঁথাটা যে কই?
সাদা সাদা কুয়াশাতে
ভর্তি চতুরদিক,
যায় না দেখা একটু দূরে
সাদা দেয়াল দিক।
শীতের সকাল, খেজুর রসে
আহা, কী যে স্বাদ!
নানান রকম শীতের পিঠা—
বাহারি তার স্বাদ।
২৭/১২/১৮ ইং,
সকাল ৯টা
