ফ্যাকাশে হয়ে গেছে জীবনের রং
উপহাস করে সুখ দুখও করে ঢং
হৃদয়ে ব্যথার দেয়াল প্রাচীর বলয়।
সুখের অতীত যেন আজ শুধু স্মৃতি
আপন যেজন সেও দেখায় না প্রীতি
স্বার্থের চেরাগ বুঝি নিভে গেছে আজ
গুরুত্বহীন আজ সে যে অতীতের তাজ।
২০/০৯/১৯
রাত ৮:৫০মি.
গৃহকোণ
আমার ব্লগের বিভিন্ন তথ্য সহজে পেতে ডান পাশে নিচে থাকা চ্যাটবট ব্যবহার করুন।
আর আল কোরআন ও তাফসীর স্টাডি করতে বামে আল কোরআন চ্যাটবট ব্যবহার করুন।
-->