লিমেরিক-১
জীবনের শেষ কথা কবে জানি বলা হয়
কবে জানি দু'পায়ে শেষ হেটে চলা হয়
ডাক যদি চলে আসে
প্রভু তুমি থেকো পাশে
আমার মরণ যেনো ঈমানেরই সাথে হয়।
০১/০৩/১৯ইং
আমার ব্লগের বিভিন্ন তথ্য সহজে পেতে ডান পাশে নিচে থাকা চ্যাটবট ব্যবহার করুন।
আর আল কোরআন ও তাফসীর স্টাডি করতে বামে আল কোরআন চ্যাটবট ব্যবহার করুন।
-->