দাঁড়িপাল্লায় দেব ভোট
আক্তারুজ্জামান মোল্লা
================
ন্যায়ের পক্ষে বলতে কথা
দাঁড়িপাল্লায় দেব ভোট
পলাশবাসী আমরা সবাই
ন্যায়ের পক্ষে ঐক্যজোট।
আক্তারুজ্জামান মোল্লা
================
ন্যায়ের পক্ষে বলতে কথা
দাঁড়িপাল্লায় দেব ভোট
পলাশবাসী আমরা সবাই
ন্যায়ের পক্ষে ঐক্যজোট।
সবার মুখে একই কথা
এবার সময় এসেছে।
দাঁড়িপাল্লার বিজয় হবে
দেশ–জনগণ জেগেছে।
পলাশবাসীর মুখে মুখে
দিকে দিকে শুনতে পাই
আমজাদ ভাই যোগ্য নেতা
তার তুলনা আর তো ভাই।
মাদক–খাদক, চাঁদাবাজ আর
সন্ত্রাসীদের বলি তাই—
থাকতে সময় হও হুঁশিয়ার
নইলে এবার রক্ষা নাই।
কর্মস্থল
০৭/১২/২৫ ইং
সময়: ১:০৫ মি

