বিপ্লব পরবর্তি সংবিধান সংস্কারে আমার মতামত । সম্পর্ণ আর্টিকেল পড়ুনa> Buy Book!

বিপ্লব পরবর্তি সংবিধান সংস্কারে আমার মতামত।

Akter Molla

  1. সংবিধানের শুরুতে প্রস্তাবনার ২য় পেরাতে বর্ণিত মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে।
  2. সংবিধানের প্রথম ভাগে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম থাকবে এবং সকল ধর্মের মানুষের ধর্ম পালনে সম অধিকার অধিকার নিশ্চিত করবনে।
  3. নতুন করে গণভোটের মাধ্যমে অথবা মতামতের ভিক্তিতে জাতীয় সংগীত নির্ধারণ করতে হবে। তবে নিশ্চিত করতে হবে জাতীয় সংগীতে দেশপ্রেম জাতীয়তার প্রতিফলনের পাশাপাশি কোন শির্কি শব্দ বা বাক্য থাকবে না।
  4. জাতির পিতা শব্দের বদলে বাঙ্গালী জাতির স্থপতি সংবিধানে রাখা যেতে পারে।
  5. জাতির পিতা সহ কোন মানুষ কিংবা প্রাণীর প্রতিকৃতি/মূর্তি দেশের কোন স্থানে স্থাপন করা যাবে না । কেবল ধর্মীয় পূজার আয়োজনে যার যার ধর্ম অনুসারে প্রতিকৃতি/মূতি স্থাপনের অনুমতি থাকবে।এবং সংবিধানের প্রথম ভাগের শেষাংশের জাতির পিতার প্রতিকৃতি অংশ বাদ দিতে হবে।
  6. সংবিধানের প্রথম ভাগে সংবিধানের প্রাধান্য(৭) অংশে:-(১) এ সর্বময় ক্ষমতার মালিক মহান সৃষ্টিকর্তা এবং প্রজাতন্ত্রের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা জনগনের এবং সংবিধান পরিবর্তনের ক্ষমতা সংখ্যাগরিষ্ট ধর্মীয় জনগুষ্ঠীর/তাদের নির্বাচিত প্রতিনিধির থাকবে। 
  7. প্রথম ভাগে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য অংশটুকু বাতিল করতে হবে। সংবিধানের যে কোন বিষয় সংশোধনের জন্য নির্বাচিত কমিটি/সংস্থা/ব্যক্তি কেবল সংখ্যাগরিষ্ট জনগুষ্ঠীর পালিত ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয় বাদে সব কিছু পরির্তন করতে পারবে। তবে তা জনগনের মাতামতের ভিক্তিতে হতে হবে।
  8. ২য় ভাগে সংবিধানের মূলনীতি অংশে ধর্মনীরপেক্ষতা শব্দ বাদে সৃষ্টিকর্তার একত্ববাদের সংযুক্ত করতে হবে। এবং সংবিধানের যে সমস্ত অংশে ধর্মনীরপেক্ষতা শব্দ রয়েছে তা বাতিল বা মুছে ফেলতে হবে।
  9. ২য় ভাগে সমাজতন্ত্র ও শোষনমুক্তি অংশে: সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে যাকাত ভিক্তিক অর্থনৈতিক ব্যবস্থা সংযোজন করতে হবে।
  10. ২য় ভাগে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধিনতা অংশের (খ) রাষ্ট্রকতৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বাতিল লেখাটা বাদ দিতে হবে। সেই সাথে সংখ্যাগরিষ্ট জনগুষ্ঠীর ধর্মকে রাজনৈতিক মযাদা দান বৈধ করতে হবে।
  11. ২য় ভাগে জনস্বাস্থ ও নৈতিকাতা অংশে সংযোজন করতে হবে:- মদ, জোয়া ও সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য উৎপাদন,আমদানী, রপ্তানী ও ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এবং পতিতালয়,যৌনবৃত্তি,মদের দোকান এবং বার বা কেসিনো স্থাপন অবৈধ ঘোষণা ও অপরাধ হিসেবে বিবেচিত হবে। 
  12. ২য় ভাগে ধর্ম ও প্রভৃত্তি কারনে ভৈষম্য অংশে নারীপুরুষের সম অধিকারের বদলে উভয়ের প্রাপ্য অধিকার নিশ্চিত করবে।
  13. ২য় ভাগে সংগঠনের স্বাধিনতা অংশের(৩৮) আলোকে ইসকন,ঘাদানিক,হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সহ এমন সংবিধান বিরোধী সংগঠন বিলোপ করতে হবে।
  14. ২য় ভাগে পেশা ও বৃত্তির স্বাধিনতা অংশে পতিতাবৃত্তি, চুরি,ডাকাতি সহ নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা এবং ধর্মীয় নিষেধ আছে এমন ব্যবসা বা পেশা আইনগত ভাবে নিষিদ্ধ করতে হবে।
  15. সংসদ সদস্য হওয়ার যোগ্যতায় : কমপক্ষে  দ্বাদশ/আলীম বা সমমানের সার্টিফিকেটধারী/ স্থানীয় সরকারের যে কোন সদস্য পদের ক্ষেত্রে কমপক্ষে এস এস সি পাশ হতে হবে।
  16. পরপর ২ মেয়াদে প্রধানমত্রী ও রাষ্ট্রপতি হওয়া যাবে না।
আরো কোন কোন বিষয় যুক্ত করা যেতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন।


إرسال تعليق

আপনার জন্য কিছু আর্টিকেল

    আপনার জন্য কিছু আর্টিকেল

      আপনার জন্য কিছু আর্টিকেল

        Cookie Consent
        We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
        Oops!
        It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
        AdBlock Detected!
        We have detected that you are using adblocking plugin in your browser.
        The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
        Site is Blocked
        Sorry! This site is not available in your country.
        আক্তারুজ্জামান মোল্লা আসসালামু আলাইকুম
        আমার ব্লগে স্বাগতম
        Type here...