আমার জীবনের প্রথম প্রকাশিত কবিতা।মাদকের ভয়াবহতা এবং মাদকের সচেতনতার আহবানে আমার লেখা "মাদক"কবিতাটি নরসিংদী 'র ঐতিহ্যবাহী দ্বীমাসিক "সোনালী দিগন্ত" ম্যাগাজিন এর চলতি সংখ্যা প্রকাশ করায় প্রকাশক ও সম্পাদক মন্ডলিকে ধন্যবাদ। আসুন আমরা সবাই মাদকের ব্যাপারে সোচ্চার হই মাদক কে না বলি।
-----------মাদক-----------
মো:আক্তার মোল্লা
******************************
মাদকের ছুবল ধ্বংস করল যৌবন
অকালে সকালেই ঝরছে শত প্রাণ।
কারো কোন তাল নেই হয়েছে মাতাল
সমাজ-রাষ্ট্র আর পিতা-মাতার।
এখানে সেখানে বাজার-বন্দরে,
অলিতে গলিতে চলে দেদারছে।
সকাল-সন্ধা নেই,নেই রাত-দুপুর
খেয়ে যায় কিশোর কতবার মাদক।
অবশেষে অকালে জীবনের সাকলে
ঝরে যায় স্বপ্ন কত মণি-রত্ন।
কারু ভ্রুক্ষেপ নেই,নেই কোন যত্ন
দিন যায় কাল যায় ঝরে যায় রত্ন।
সবে হও সোচ্চার সমাজ বাচাবার
বাচাবার তারুণ্য,সুন্দর আগামীর জন্য।