ঘন কোয়াশায় জানান দেয় শীতের আগমন,
কোটিপতির আরামের ঘুম,গরিবের হয় হারাম।
নিত্য নতুন শীতের পোষাক হরেক রকম বাহার,
অন্য দিকে গরীবের পেটে জুটেনা কোন আহার।
গরিবের তরে সহানুভূতিশীল সামান্য উপহার,
তার কাছে কোটি টাকা আর মূল্য সম পাহার।
*******আসুন এই শিতে অসহায়ের পাশে দারাই শীত আসার আগেই বস্রহীনদের একটি করে শীত বস্র উপহার দেওয়ার চেষ্টা করি আমারাও মানুষ তারাও মানুষ তাদের হক আদাই করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন।@মোঃমো আক্তার মোল্লা