তরুন প্রজন্মের যা জানা দরকার (কাদিয়ানী মতবাদ)
১৯৭৪ সালে পাকিস্তানের সরকার তাদের সংবিধানের ২য় সংশোধনী এনে সাংবিধানিক ভাবে সর্বপ্রথম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেন।
কাদিয়ান ভারতের পাঞ্জাব প্রদেশের একটি এলাকার নাম। এবং ভন্ড গোলাম আহাম্মদ সেই এলাকায় জন্ম গ্রহণ করেন। সেজন্য এই কাজ্জাবের নামের সাথে কাদিয়ানী শব্দ বলা হয় আর তার অনুসারীদের ও তার নামানুসারে কাদিয়ানী বলা হয়।
কাদিয়ানীরা মুসলিম নন কিন্তু মুসলিমদের ধ্বংস করতে তারা মুসলিম পরিচয় ধারণ করে ইসলাম কে পৃথিবী থেকে উৎখাতের প্রচেষ্টায় লিপ্ত।
১৯৭৪ সালে পাকিস্তানের সরকার তাদের সংবিধানের ২য় সংশোধনী এনে সাংবিধানিক ভাবে সর্বপ্রথম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেন।
আমাদের তরুণ প্রজন্ম কাদিয়ানী শব্দটাই যে কি সেটাই জানেনা। তারা যে নতুন একটা মানব সৃষ্ট ধর্মের অনুসারী কিন্তু মুসলিম দাবি করে আসছে এ সম্পর্কে নতুন প্রজন্ম সহ সব মুসলমানদের জানা থাকা উচিৎ।
নিচে কিছু বই এর লিংক দিলাম যদি কারো দরকার হয় পড়তে পারেন
কাদিয়ানী মতবাদ (পর্যালোচনা ও বিশ্লেষণ)
উইকিপিডিয়ায় আহমদীয়া মুসলিম জামাত
ইসলামের বিচারে কাদিয়ানী সম্প্রদায়
কাদিয়ানী সমস্যা
https://drive.google.com/file/d/1J-iAttXHNtM1lKic7Es83l6LoAms5_8W/view
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।