এই দেশ এই সমাজ এবং বখে যাওয়া নষ্ট তরুণ সমাজ কে আলোর দিশা দিতে । সকল প্রকার অন্যায়,অবিচার,জুলুমের অবসান ঘটাতে এবং সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একঝাক আলোকিত তরুণ এগিয়ে এসেছে।
দৃষ্টি বহুদূর স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত করেছে “দূরবীন”। এই তরুণদের চোখে মুখে আগামীর সমৃদ্ধ বাংলাদেরশ গড়ার প্রত্যয়। যেখানে থাকবেনা অন্যায় ,অত্যাচার অবিচারম,থাকবেনা ক্ষুদার যন্ত্রনা,
যেখানে টাকার অভাবে না খেয়ে মরবেনা কোন বনি আদম। যেখানে চিকিৎসার অভাবে কোন সন্তানের লাশ দেখতে হবেনা কোন পিতা-মাতার । হতাশায় আত্নহত্যা করবেনা কোন তরুণ-তরুণী।
ইতোমধ্যেই “দূরবীন” অনলাইন-অফলাইনে সারা নরসিংদী তথা সারদেশে আলোচনায় এসেগেছে।
তিনটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করবে ”দূরবীন”।
১.সমাজ কল্যান
২.শিক্ষার গুণগত মান নিশ্চিত।
৩.যুব সমস্যা।
অতি শিঘ্রই বিস্তারিত জোনতে পারবেন । আশা করি সবাই “দূরবীন” সাথে থাকবেন।
দূরবীনের অফিশিয়াল ফেসবুক গ্রুপ লিংক https://web.facebook.com/groups/477401653127744