গরু হল গোরু এবং
মহিষ হল মোষ
উচিৎ কথা কইতে গেলে
হবে আমার দোষ।
ঈদকে তারা ইদ করেছে
ভীনদেশি বলে
বঙ্গদেশে এখন কত
রঙ্গ ভাই চলে।
মাথামোটা বুদ্ধিজীবী
বুদ্ধি বেঁচে খায়
কুবুদ্ধিতে ভর্তি মাথা
কেমনে যে ঘুমায়।
০৭/০৭/২০ইং