এইত কদিন আগে ছিল কত প্লান
হঠাৎ করোনা এলে সব হলো ম্লান
ব্যস্ততা ছিলো ঘেরা প্রতিটি দিন
অথচ বেঁচে থাকা আজ হলো ক্ষীণ
নিজো গৃহে বন্দি যেন জেলখানা
কত শত ভাবনা মনে দেয় হানা।
কর্মহীন হয়ে কতশত লোকে
দুশ্চিন্তাতে আজ মরে ধুকে ধুকে।
করোনাতে পাল্টেছে ধরনীর রুপ
অমানুষ গুলো ধরে মানুষের রুপ।
সুযোগের সন্ধানী বহুরুপী কেউ
সার্থেরই টানে করে মিছে ঘেউ ঘেউ।
আবরণ পাল্টে কেউ সেজেছে মহান
দালালির পি.পি.ই. করে পরিধান।
চাল নিয়ে চালবাজি করোনার কালে
গরীবের তেল থাকে কারো খাট তলে।
কত কথা বলতে এ মনটা যে চায়
আইনের মারপেঁচে চেপে আছি ভাই
আমার পিছে তো নেই মামা আর খালু
ভাগ্যে জোটেনি তাই কোন জব ভালো।
১১ই জুন ২০২০ইং
দুপুর ১২ টা ৪৫ মি.