তুই বাঙ্গালী কি না
মো আক্তারুজ্জামান মোল্লা
♦♦ ♦♦ ♦♦
জুব্বা তোমার ভাল্লাগেনা
ভাল্লাগেনা টুপি
কোর্ট টাই পড়ো বিজাতীদের
তুমি বহু রূপি।
ভাল্লাগেনা আজান তোমার
ভাল্লাগে তোর বীণা
যাচাই করার ইচ্ছা জাগে
তুই বাঙ্গালী কি না?
ভাল্লাগে তোর মঙ্গল প্রদীপ
আরো উলো ধ্বণী
তোর ভিতরটা সাম্রদায়ীক
বিজাতীদের খনি।
গলা ফাটাও নিজকে তুমি
মুক্তমনা বলে
দিনের শেষে তোমায় দেখি
সুবিধাবাদ দলে।
জুব্বা গায়ে দিলে তোমার
গাটা কেন জ্বলে?
জ্বলে কি যখন হিন্দী গান
প্রতি ঘরে চলে?