প্রিয়তম কই?
অপেক্ষাতে প্রহর কাটে
রাত্রি নিদ্রা হীন
আসবে তুমি বাসবে ভালো
এ হৃদয় গহীন।
পুব আকাশে সুবহে সাদিক
ভাসলে রেখা ঐ
বলবে তুমি জেগে ওঠো
প্রিয়তম কই?
জেগে ওঠো রবের ডাকে
ফজর চলে যায়
রোজ প্রভাতে এমন করে
ভাসব প্রেমের নায়।
দিনের শেষে ক্লান্ত বেশে
নীরে ফেরার ক্ষণ
বাসবে ভালো প্রিয় তুমার
উজার করে মন।
♦প্রিয়তম কই?
২৪/১২/১৯
গৃহকোণ