অন্তরর্তীকালীন সরকার কে একটা কথা মনে রাখতে হবে বিগত ১৫ বছরের স্বৈরশাসনের মূল শক্তি কিন্তু সরকার দলীয় নেতা কর্মীরা না তাদের সেট করা প্রশাসনের লোকেরা সুতরাং বিপ্লব বিপ্লব বলে চিল্লায়া মাঠঘাট যতই চষে বেড়ান শেকড়ে হাত না দিলে। প্রশাসনিক সিন্ডিকেট ও শক্তি দূর্বল না করলে।অর্জিত বিপ্লবের ফসল ঘরে তুলা সম্ভব না।
গত ১৫ বছরে আমরা আমাদের আশেপাশে যতলোককে স্বৈরাচারের দোসর হিসেবে দেখেছি তাদের শুরুর দিকের জীবনের গল্প শুনলে বা জানলেই টের পাবেন শতশত লোক যারা অত্যাচার নির্যাতনের স্বীকার হয়ে। জীবন কে হুমকি থেকে বাঁচাতে বাধ্য হয়ে অথবা তাদের বাধ্য করা হয়েছিল স্বৈরাচারের সহযোগী হয়ে কাজ করতে।
আর এই প্রকৃয়াটায় শতভাগ সহযোগিতা করে স্বৈরাচারের বাহিনী গুলোতে থাকা তার বেনিফিশারী গুষ্টি। আর সেই সম্পূর্ণ সিন্ডিকেট কে শুধু বদলি করে।এক দ্বায়িত্ব থেকে সরিয়ে স্থান পরিবর্তন করেই মনে করবেন না সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছেন।
তাই বলতে চাই বিগত ১৫ বছরের এই নিঃসংশয়তার হাতিয়ারদের সব কিছু তদন্ত করে সঠিক ভাবে বিচারের আওতায় যত দ্রুত আনা সম্ভব ততই আপনাদের বিপ্লব মজবুত হবে।