• নিজেকে তৈরি করতে সংকল্প করো এবং শুরু করো তোমার স্বপ্নের পানে পোছার যাত্রা।
• নিজের সৃস্টিকর্তাকে সব সময় স্বরন করো ইবাদতে মনোযোগী হও।
• মুসলিম হলে নিয়মিত সকালে মহাগ্রন্থ আল-কোরআন পড়ো।
• কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে সুতরাং নিজের আশেপাশের বন্ধুদের সম্পর্কে নতুন করে ভাব এবং স্বীদ্ধান্ত নাও কে তোমার সাথে চলবে এবং কে বাদ যাবে।
• ভালো ও স্বনামধন্য কালেজ চয়েজ করে ভর্তি হয়ে যাও।
• পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম করো যেটা সার্টিফিকেট থেকে বেশি কিছু দিবে তোমাকে।
• সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করো।
• মোবাইল ও ইন্টারনেট কে কিছু শিক্ষা গ্রহণ করতে ব্যবহার করো মোবাইল গেইম কে বিদায় জানাও মাঠে আসো খেলা করো মাঠে।
• পিতামাতার কাজে সহযোগিতা করো মন প্রশান্ত হবে।
আগামী কালকের জন্য নিজেকে প্রস্তুত করো স্কিল অর্জন করো। কোন স্কিল অর্জন করবে?
১.সিভি তৈরি করা
২.প্রেজেন্টেশন বা মঞ্চ বক্তৃতা দেওয়ার কৌশল।
৩.ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন অনুষ্ঠান ব্যবস্থাপনা।
৪.ইংরেজিতে কথা বলার দক্ষতা।
৫.বাংলা ইংরেজি টাইপিং।
৬.মাইক্রোসফট ওয়ার্ড।
৭.মাইক্রোসফট এক্সেল।
৮.পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।
৯.ফটোশপ সফটওয়্যার।
১০.গুগল সার্চ কৌশল ইত্যাদি।
সবাই কে ধন্যবাদ ধৈর্য ধরে পড়ার জন্য।